আগামী ২৭ নভেম্বর শুক্রবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে

Category: ইসলাম ও জীবন Written by agrilife24

ইসলামিক ডেস্ক: আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে ১৪৪২ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হয়েছে। এ হিসেবে ২৭ নভেম্বর শুক্রবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলতাফ হোসেন চৌধুরী।

‘ইয়াজদাহম’ অর্থ এগারো, আর ‘ফাতিহা’ অর্থ দোয়া করা। মহান আল্লাহ তায়ালার ওলি বড় পীর হযরত আবদুল কাদের জিলানী (র.)-এর মৃত্যু দিবস উপলক্ষে মুসলিমদের দোয়া অনুষ্ঠানই হচ্ছে ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’। এ দিন মুসলমানদের ঐচ্ছিক ছুটির দিন।

ইসলামের অন্যতম প্রচারক আবদুল কাদের জিলানী হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি মৃত্যুবরণ করেন। সারাবিশ্বের সকল মুসলমান ওই দিনটি ফাতেহা-ই ইয়াজদাহম হিসেবে পালন করে আসছে।