কথার আগে ছোট-বড় সবাইকে সালাম দিতেন আমাদের প্রানপ্রিয় রাসুল (সা.)

Category: ইসলাম ও জীবন Written by agrilife24

ইসলামিক ডেস্ক: প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) তার জীবন ও আদর্শের মাধ্যমে আমাদের সে মোতাবেক জীবনযাপনের শিক্ষা দিয়েছেন। এমনি একটি শিক্ষা হলো সালাম ও কুশলাদি বিনিময়। তিনি কারো সঙ্গে সাক্ষাৎ হলে রাসুল (সা.) প্রথমে সালাম প্রদান করতেন। অতপর তিনি কথা বলতেন। এ প্রসঙ্গে হাদিসে হজরত জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘আগে সালাম পরে কথা। ’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৮৪২)

নবী করিম (সা.) ছোট-বড় সবাইকে সালাম দিতেন এবং প্রথমে সালাম দিতেন। আনাস (রা.) থেকে বর্ণিত, ‘তিনি রাসুল (সা.)-এর সঙ্গে পথ চলছিলেন। তখন রাসুল (সা.) কয়েকটি শিশুকে অতিক্রম  করছিলেন। তিনি তাদেরকে সালাম করলেন। ’ (মুসলিম, হাদিস: ৫৭৯৩)

আসুন আমরা সঠিকভাবে সালাম দেই এবং শুদ্ধভাবে সালামের জবাব দেই। আমরা এভাবে সালাম প্রদান করি "আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু" অর্থ: “আপনার উপর শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক।”।মহান রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে চলার তাওফিক দিন-আমিন