বাকৃবি'র সাবেক ডেপুটি লাইব্রেরীয়ান আলহাজ্ব একেএম বদরুদ্দোজা'র ইন্তেকাল

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by agrilife24

এগ্রিলাইফ২৪ ডটকম:বাকৃবি'র সাবেক ডেপুটি লাইব্রেরীয়ান আলহাজ্ব একেএম বদরুদ্দোজা গত রবিবার (১৫ জানুয়ারী) সকাল আনুমানিক নয় ঘটিকার সময় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বৎসর। তিনি তিন পুত্র, সাত কন্যা, জামাই-পুত্রবধু ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম বদরুদ্দোজা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে ১৯৯৪ সালে অবসরে যান। তিনি ময়মনসিংহের বিখ্যাত আকুয়া হাজী বাড়ির সন্তান। জানাজা শেষে মরহুমকে আকুয়া হাজী বাড়ির গোরস্থানে দাফন করা হয়।

মরহুমের সর্বকনিষ্ঠ জামাতা জে এন্ড এম এগ্রোভেট-এর প্রধান নির্বাহি জনাব কে বি এম আতিকুর রহমান তার শ্বশুরের বিদেহী আত্মার মাগফেরাত-এর জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সহ সংশ্লিস্ট সকলের নিকট আন্তরিক দোয়া কামনা করেছেন। মহান রাব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করুন। আমিন