বাকৃবিতে শুদ্ধাচার বাস্তবায়নের লক্ষ্যে কর্মশালা

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by agrilife24

আবুল বাশার মিরাজ, বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালাটি আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের ওই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেকশনের অর্ধ-শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। বুধবার (২৮ ডিসেম্বর) কৃষি অনুষদের সম্মেলন কক্ষে ওই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. সুকুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম ও কোষাধ্যক্ষ মো. রাকিব উদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. গোলজার হোসেন।

কর্মশালায় বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, শুদ্ধাচার বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতি দূর হবে। বিশ্ববিদ্যালয়ে উন্নয়নের স্বার্থে সকলের ঐক্য প্রয়োজন। প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে স্বচ্ছভাবে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। বাকৃবির শুদ্ধাচারের প্রতিটি সূচকে একশতে একশ পেতে চাই। এজন্য ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সকলকে আন্তরিকতার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।