বাকৃবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by agrilife24

ক্যাম্পাস ডেস্ক:স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে জাতীয় দিবস উদযাপন কমিটি ও শিশু-কিশোর কাউন্সিলের আয়োজনে আজ ১৩ আগস্ট ২০২২ শনিবার বিকাল ৩ঃ৩০ মিনিটে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন সংলগ্ন করিডোরে শিশু-কিশোরদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শিশু-কিশোর কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. মোঃ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও বাকৃবি এর ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. খান মোঃ সাইফুল ইসলাম।



প্রফেসর ড. মোঃ আজহারুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্যাথলজি বিভাগের প্রফেসর ড. এ. এস. মাহফুজুল বারি, প্রক্টর প্রফেসর ড. মুহাম্মদ মহির উদ্দীন, কোষাধ্যক্ষ জনাব মোঃ রাকিব উদ্দিন সহ বিভিন্ন শিক্ষকমন্ডলী এবং প্রতিযোগী শিশু-কিশোদের অভিভাবকগন।