রাবিতে এনিমেল ওয়েলফেয়ার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by agrilife24

এগ্রিলাইফ২৪ ডটকম: আজ সোমবার (২০ জুন) রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের আয়োজনে ও ইন্টারন্যাশনাল সোসাইটি বার এনিমেল ইথোলজী এর সহযোগীতায় দিন ব্যাপি এক ওয়ার্কসপের আয়োজন করা হয়। কর্মশালাটি ৩টি পর্বে অনুষ্ঠিত হয়।

প্রথম পর্বে উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে কর্মশালা'র উদ্বোধন করেন, রা.বি. উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মোঃ জাকারিয়া। এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রা.বি. উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ সুলতানুল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ-এর সাবেক উপাচার্য প্রফেসর ড. মো: আকতার হোসেন, রা.বি. ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সের অনুষদের ডীন, প্রফেসর ড. মো: জালাল উদ্দিন সরদার, বন সংরক্ষক, ঢাকা মোল্যা রেজাউল করিম।

রা.বি ভেটেরিনারি এনড এনিমেল সায়েন্সস বিভাগের সভাপতি প্রফেসর ড. মোছা. ইছমত আরা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন একই বিভাগের সহযোগী অধ্যাপক আইএসই এর বাংলাদেশ কান্ট্রি লিঁয়াজো ড. মোঃ জসিম উদ্দিন। উক্ত পর্বে কিনোট পেপার  ভারচুয়ালি উপস্থাপন করেন ফাউন্ডার চেয়ার, এনিমেল ওয়েল ফেয়ার এন্ড ইথিকম, ইউনিভারসিটি অব কুইন্সল্যান্ড অস্ট্রেলিয়ার প্রফেসর ড. সিলভি সিলিপস্।

অনুষ্ঠানের প্রথম টেকনিকেল সেশনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য প্রফেসর ড. মোঃ আকতার হোসেন-এর সভাপতিত্বে পরিচালনা করেন রা.বি, ড. মোঃ হেমায়েতুল ইসলাম আরিফ। এই সেশনে মোট পাঁচটি পেপার উপস্থাপনা করেন যথাত্রমে ড. জসিম উদ্দিন-অনুষ্ঠান আয়োজক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মোঃ আরিফুল ইসলাম, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ফিজিওলোজী, ফার্মাকোলজী, বায়োকেমেষ্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো: রাশেদুল আলম, রা.বি. ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সস অনুষদের ডীন প্রফেসর সরদার এবং আই এমই এমিযটেন্স ডেভলপমেন্ট অফিসার ড. জেন ইয়ানচ্যু।

অতপর ২য় টেকনিক্যাল সেশন ও সমাপনি সেশনে ড. হোসেনের সভাপতিত্বে ৫টি পেপার উপস্থাপন হয়। পেপার গুলো উপস্থাপন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পোষ্ট্রি সায়েন্সেস বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ কামরুল হাসান, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস এর ড. মোহাম্মদ রাশেদুল আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্জারি এন্ড অবষ্ট্রোটিক্স বিভাগের অধ্যাপক ড. মোঃ রফিকুল আলম বনসংরক্ষক ঢাকা মোল্যা রেজাউল করিম এবং বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল এর অনারারী সভাপতি ড. মোঃ মুঞ্জুর কাদির।

সারাদেশ হতে প্রায় ১৫০ জন বিজ্ঞানি, শিক্ষক, প্রাণি চিকিৎসক, বাংলাদেশ লাইভস্টক সোসাইটি, বাংলাদেশ বায়ো ডাইভারসি কনজারভেশন ফেডারেশন-এর অফিসিয়াল সদস্য প্রাণিদের রাইট ও ইথিকস নিয়ে আলোচনা করেন। বক্তারা মনে করেন, আমরা আমাদের প্রয়োজনে প্রাণির সেবা নিয়ে থাকি সেজন্য তাকে কষ্ট দিয়ে সেবা নেয়া হতে বিরত থাকতে হবে। এছাড়া প্রাণিকে তার প্রাপ্য খাদ্য, পানি যথাসময়ে প্রদান এবং চিকিৎসাও যতটা সম্ভব আরামদায়ক বাসস্থান প্রদান করতে হবে।