এ্যাবের আয়োজনে কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজধানী প্রতিনিধি:শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪১তম শাহাদৎ বার্ষিকীতে ৩০মে  শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খানি ও দোয়া মাহফিলের  আয়োজন করে এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)।

সোমবার (৩০ মে) রাজধানী ঢাকাও মনিপুরি পাড়াস্থ পিকাডেলি রেস্তোরাঁয় বাদ মাগরিব আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন এ্যাবের আহবায়ক কৃষিবিদ রাশেদুল হাসান হারুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাবের সদস্য সচিব কৃষিবিদ প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।  

বিএনপির সহ প্রচার সম্পাদক ও কেন্দ্রীয় এ্যাবের সদস্য কৃষিবিদ শামীমুর রহমান শামীম-এর পরিচালনায়জিয়াউর রহমানের জীবনী নিয়ে আলোচনা করে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ সারোয়ার হোসেন, কৃষিবিদ আসাদুজ্জান কিটন, কৃষিবিদ আহমেদুল কবির, ড.শফিকুল ইসলাম, কৃষিবিদ নুরুন্নবী ভূইয়া শ্যামল, কৃষিবিদ শেখ শফি শাওন, কৃষিবিদ সিরাজুন্নবী মামুন, কৃষিবিদ মোস্তফা কামাল পান্না, কৃষিবিদ সাফায়েত, কৃষিবিদ ড.আকিক, কৃষিবিদ একেএম আনিস, কৃষিবিদ আকতার, কৃষিবিদ আক্কাস আলী, ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ মাহবুব, প্রফেসর ড. মাহবুবুল মাহবুব, কৃষিবিদ কামরুজ্জামান জনি, কৃষিবিদ মনোয়ারুল ইসলাম এনাম, কৃষিবিদ আবু সায়েম ,কৃষিবিদ আবু হানিফ, কৃষিবিদ আঃ রাকিব, কৃষিবিদ শামসুল হক, কৃষিবিদ ফয়েজ, কৃষিবিদ চমক, কৃষিবিদ ড. হারুন, কৃষিবিদ শরীফ, কৃষিবিদ সোহেল, কৃষিবিদ আরজু, কৃষিবিদ রবিউল আলম।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, এ্যাব ঢাকা মহানগর উত্তরের সভাপতি কৃষিবিদ শফিউল আলম দিদার, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কৃষিবিদ ফেরদৌস, সাধারণ সম্পাদক কৃষিবিদ কে আই এফ সবুর, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক কৃষিবিদ কে এম সানোয়ার আলম,  ঢাকা জেলার সভাপতি কৃষিবিদ ইয়ার মাহমুদ, সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদাত পারভেজ, টাংগাইল জেলার সাধারণ সম্পাদক কৃষিবিদ ফয়সাল আহমেদ, খাগড়াছড়ির সভাপতি কৃষিবিদ সাজু, কৃষকদলের সহ সম্পাদক রাজিবুল হাসান, ঢাকা মহানগরের যুগ্ম সম্পাদক কৃষিবিদ তাপস, সাংগঠনিক সম্পাদক রিদুয়ান রিশা,দ কৃষিবিদ শামীম মজুমদার, কৃষিবিদ আদনান কৃষিবিদ রাব্বি সহ বিভিন্ন পর্যায়ের এ্যাবের এবং কৃষকদলের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন, নবগঠিত শেকৃবি শাখা ছাত্রদলের সভাপতি কৃষিবিদ তাপস কবির, সাধারণ সম্পাদক কৃষিবিদ বি এম আলমগীর সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের শেকৃবি ও বাকৃবির ছাত্রদল নেতৃবৃন্দ।

মাহফিলে কোরআন খানি ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় ওলামা দলের যুগ্ম আহবায়ক হাফেজ মাওলানা শামীম ও সদস্য মুফতি আশরাফুল আলম।