শেকৃবিতে বায়োমেট্রিক উপস্থিতি পদ্ধতির উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত

ক্যাম্পাস প্রতিনিধি:শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এপিএ বাস্তবায়ন সংশ্লিষ্ট ইনোভেশন টিমের আয়োজনে আইকিউএসি এর সহযোগিতায় আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে বায়োমেট্রিক উপস্থিতি পদ্ধতির  উপর এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজকের প্রশিক্ষণ কর্মসূচিতে ৪২জন কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করেন। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকলকে বায়োমেট্রিক উপস্থিতি পদ্ধতির উপর প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানা গেছে।

শেকৃবি'র ইনোভেশন টিমের আহবায়ক ও আইসিসি'র পরিচালক অধ্যাপক ড. মোঃ মোফাজ্জল হোসাইন এর পরিচালনায় উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ নজরুল  ইসলাম।



প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের সকলকে সময় মতো কর্মস্থলে উপস্থিত হয়ে সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের আহবান জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান খাঁন, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুল হক কাজল, মেডিসিন এন্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কে বি এম সাইফুল ইসলাম, রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক চৌধুরী এম. সাইফুল ইসলাম।