ভ্রাতৃত্বের বন্ধনে সিকৃবিতে উৎসবমুখর ইফতার

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by agrilife24

এস এম রায়হানুল নবী,সিকৃবি প্রতিনিধি,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ইফতার উপলক্ষে বন্ধুরা মেতে ওঠেন অন্য রকম আনন্দে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ক্যাফেটেরিয়া,শহীদ মিনার ,প্রশাশন মাঠ, কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গন, প্রেম টিলা, মদন টিলা সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা দলবেঁধে ইফতারের আয়োজন করেন।একে অন্যের সাথে ইফতারি ভাগ করে ভাতৃত্বের বন্ধন আরো অটুট করেন।

সরেজমিনে দেখা যায়, রমজান উপলক্ষে টিএসসি , বিশ্ববিদ্যালয়ের ২য় গেট ,৩য় ফটকসহ বিভিন্ন জায়গায় ইফতারীর পসরা নিয়ে বসেছে বিভিন্ন অস্থায়ী দোকান। এসব দোকানে পাওয়া যাচ্ছে ছোলা, পিঁয়াজু, বুন্দিয়া, জিলাপি, আখনী, আলুর চপ, পাকোড়া, বেগুনীসহ বিভিন্ন রকম খাবার।

এ বিষয়ে তৃতীয় বর্ষের ছাত্র হোজাইফা বলেন, করোনা ভাইরাসের কারনে ক্যাম্পাস বন্ধ থাকায় বিগত দুই বছর ক্যাম্পাসে কোন ইফতারে আয়োজন ছিল না।এবছর বন্ধুদের নিয়ে পত্রিকা বিছিয়ে ইফতার করছি এতে যেন রোজার সব ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়।

এই ক্যাম্পাসে ইফতারের আয়োজন শুধু মাত্র মুসলিম শিক্ষার্থীদের মাঝে সীমাবন্ধ থাকে না, এতে অংশ নেয় অন্য ধর্মাবলন্বী শিক্ষার্থীরাও। এ বিষয়ে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী সজিব পাল বলেন, ইফতার করাকে আমরা সম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন হিসাবে দেখি। ক্যাম্পাস জীবনের শুরু থেকে আমরা সব ধর্মের বন্ধুরা একসাথে ইফতার করে আসছি। এতে করে আমাদের সামাজিক বন্ধন আরো দৃঢ় হচ্ছে।  কারও কারও এবারই  ক্যাম্পাস জীবনের শেষ ইফতার। স্মৃতি পটে ভেসে উঠছে বন্ধুদের সাথে কাটানো এত দিনের মধুর সময়গুলো।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়,বেশি ভাগ ক্ষেত্রে শিক্ষার্থীদের ইফতার হয় সাদামাটা। ইফতারের মেনুতে থাকে মুড়ি, ছোলা, কলা, চপ, বেগুনি, শশা , লেবুর মত নিতান্তই সামান্য আইটেম। এগুলো ছাড়াও খিচুড়ি কিংবা আখনী পাওয়া যায় কিছু কিছু জায়গায়। কিন্তু শিক্ষার্থীদের মনে ও চোখে মুখে এক প্রকার তৃপ্তির সুবাতাস লক্ষ্য করা যায়। সারাদিন রোজার ক্লান্তি সবার সাথে মিশে ইফতার করার মাধ্যমে নিমিষেই দূর হয়ে যায়।