আসুন ক্যান্সারে আক্রান্ত কৃষিবিদ বোনটির পাশে দাঁড়াই

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by agrilife24

এগ্রিলাইফ২৪ ডটকম:কৃষিবিদ পরিবারের একজন সদস্য কৃষিবিদ নাহিদা আফরোজ নিপা আজ দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়-এর ৬৯ তম ব্যাচের এ কৃতি শিক্ষার্থী সাফল্যের সাথে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। মাত্র মাত্র কয়েক মাস আগে সোনালী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এ অফিসার পদে যোগদান করেছেন। তার চাকরী এখনো স্থায়ীকরণ হয়নি। এরই মাঝে দুরারোগ্য ক্যান্সার এ আক্রান্ত হয়ে বর্তমানে ভারতের ভেলোরে চিকিৎসাধীন রয়েছেন।

তার সহপাঠী বন্ধু-বান্ধবরা জানিয়েছেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আগামী ৫ মাস তাকে কেমো থেরাপি নিতে হবে এবং এরপর একটি অপারেশন করতে হবে। এই ব্যয়বহুল চিকিৎসার খরচ মেটাতে তাহার পরিবার সক্ষমতা নেই। এমতাবস্থায় তিনি সকলের কাছে মানবিক সাহায্যর জন্য আবেদন করেছেন। আসুন আমরা সকল কৃষিবিদ ভাই-বোন আর্থিক সাহায্য দিয়ে আমাদের বোনটির পাশে দাঁড়াই এবং তাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেই।

আর্থিক সাহায্য পাঠাবার ঠিকানা: যোগাযোগ: Onik Islam (Nipa's husband)+8801617107055