জেভিএসএ'র আনুষ্ঠানিক যাত্রা শুরু

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by agrilife24

নিজস্ব প্রতিবেদক: যশোর নিবাসী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভেটেরিনারি সাইন্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে যশোর ভেটেরিনারি স্টুডেন্টস' এসোসিয়েশন (জেভিএসএ) যাত্রা শুরু করেছে। আজ সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এর প্রথম কমিটি প্রকাশিত হয়। আগামী  এক (১) বছরের জন্য সভাপতি হয়েছেন পটুয়াখালী  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  মোঃ কামরুজ্জামান আকিমুল এবং সাধারণ সম্পাদক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মোঃ সাকিব হোসেন।

আজ বিকাল ৫ ঘটিকায় বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস' এসোসিয়েশন ( বিভিএসএফ)  এর সভাপতি ইমতিয়াজ আবির ও সাধারণ সম্পাদক রতন রহমানের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।

কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা হলেন

সম্মানিত সদস্য
ডাঃ মোঃ আবদুল্লাহ আল জাবের(শেকৃবি)
ডাঃ মোঃ তৌহিদ কামাল খান(পবিপ্রবি)
ডাঃ আরিফুর রহমান সানি(বাকৃবি)
ডাঃ আশিস বিশ্বাস (পবিপ্রবি)
ডাঃ আকিব জাবেদ(শেকৃবি)
ডাঃ রুবায়েত ফেরদাউস(বাকৃবি)
ডাঃ সাময়েন শুভ(বাকৃবি)
ডাঃ জহিরুল ইসলাম (রাবি)
ডাঃ পার্থ প্রতিম মন্ডল(ঝিসভেক)

 সহ-সভাপতি
সুরাইয়া ইসলাম(ঝিসভেক)
মেহেদী হাসান নান্নু(শেকৃবি)
শম্ভুনাথ কুন্ডু চন্দন(পবিপ্রবি)
ফরহাদ ইমরান (পবিপ্রবি)
রুবাইয়া শারমিন (ঝিসভেক)
সহদেব মজুমদার (ঝিসভেক)
জেসমিন সুলতানা বিথী(বাকৃবি)
মোঃ আবুল কালাম(পবিপ্রবি)
মুক্তা দেবনাথ(ঝিসভেক)

যুগ্ম সাধারণ সম্পাদকঃ-
জি এম রাসকিন(শেকৃবি)
পবিত্র কুমার দাস (পবিপ্রবি)
ইসরাত জাহান তামান্না(পবিপ্রবি)
এস এম জগলুল হাসান(শেকৃবি)
শামিম রেজা(বশেমুরকৃবি)
শাহরিয়ার কবির(সিকৃবি)
মোঃহিরোণ হোসেন(ঝিসভেক)

সাংগঠনিক সম্পাদক
প্রজ্ঞা লাবণী গোলদার (ঝিসভেক)
মাহমুদ উন নবী মুন্না (পবিপ্রবি)
কে এম সাকিবুল হাসান (গবি)
মোঃ মহসিন হুসাইন (বশেমুরবিপ্রবি)
 সানজিদা বারী ঊষা (বশেমুরবিপ্রবি)
মোঃকৌশিক হাসান পলক(বশেমুরবিপ্রবি)
আব্দুর রাকিব (শেকৃবি)
তন্ময় বসু ( খুকৃবি)

কোষাধ্যক্ষঃফয়সাল মাহমুদ(ঝিসভেক)
দপ্তর সম্পাদকঃমোঃরাকিবুল হাসান(বশেমুরবিপ্রবি)
উপ-দপ্তর সম্পাদকঃ-
মহিন হোসেন(বশেমুরবিপ্রবি)
আব্দুল্লাহ আল মাহমুদ (ঝিসভেক)
প্রচার সম্পাদকঃ-ইয়াসির আরাফাত (পবিপ্রবি)
উপ-প্রচার সম্পাদকঃ
মোঃ তালহা রায়হান (গবি)
অভিক রায়(বশেমুরবিপ্রবি)
সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক তারকিজ আহমেদ রাফি (বশেমুরবিপ্রবি)
উপ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক
বরকত এলাহী (ঝিসভেক)
মিফতাহুল জান্নাত মিম(হাবিপ্রবি)
আইন বিষয়ক সম্পাদক
ফারজানা ইয়াসমিন লিয়া (ঝিসভেক)
উপ-আইন বিষয়ক সম্পাদক মামুন অর রশিদ (বশেমুরবিপ্রবি), মোঃসাইফুল ইসলাম ( খুকৃবি)
আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক
আল আকমল আফ্রিদি (গবি)
উপ আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক
অমিত দাস (পবিপ্রবি)
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক
সারাজিতা আলম কথা (ঝিসভেক)
উপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকঃ
তৃষা মণি দাস (ঝিসভেক)
ছাত্রী বিষয়ক সম্পাদক
আনিকা তাহসীন বিথী(ঝিসভেক)
উপ ছাত্রী বিষয়ক সম্পাদকঃ
মাহমুদা আক্তার রিতু (শেকৃবি)
সাহিত্য বিষয়ক সম্পাদক
শ্রী সমরেশ বিশ্বাস (ঝিসভেক)
উপ সাহিত্য বিষয়ক সম্পাদকঃ
সাহদেব বিশ্বাস (শেকৃবি)
তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদকঃ
ইশমাম শাহরিয়ার (বাকৃবি)
উপ তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদকঃ
তানজিম জামান ঐশি(ঝিসভেক)
গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদকঃ
শোভন বিশ্বাস(রাবি)
উপ গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদকঃ
হাসিবুর রহমান(ঝিসভেক)
ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক
এস এম রমজান (ঝিসভেক)
উপ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক
নাঈম খান (হাবিপ্রবি)
আপ্যায়ন বিষয়ক সম্পাদক
মুজাহিদুল ইসলাম সজল (ঝিসভেক)
উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদকঃআসমা খাতুন(রাবি)
ধর্ম বিষয়ক সম্পাদক
ইউসুফ আলী (ঝিসভেক)
জ্যোতির্ময় রায় (পবিপ্রবি)
ক্রীড়াবিষয়ক সম্পাদক
মোহাইমিনুল ইসলাম হৃদ (শেকৃবি)
উপ ক্রীড়াবিষয়ক সম্পাদক
মোঃজিয়াউল ইসলাম (গবি)

কার্যকারী সদস্য সোহান কবির (শেকৃবি)
গাউসুল আলম রিজভী (ঝিসভেক)
সানজিদা নাহার শোভা(ঝিসভেক)
আকাশ দেবনাথ (ঝিসভেক)
দিপন কুমার খা(ঝিসভেক)  
সাগর রায়(বশেমুরবিপ্রবি)
আবদুল্লাহ হিল কাফী(হাবিপ্রবি)
রায়হান আহমেদ (খুকৃবি)
ইমদাদুল হক (খুকৃবি)
ফাহিম আল হাসান (গবি)

উল্লেখ্য, যশোর নিবাসী ভেটেরিনারি সাইন্সের শিক্ষার্থীদের নিয়ে প্রাণিকল্যাণে এক ছাতার নিচে কাজ করার লক্ষ্যে দীর্ঘদিন যাবত চেষ্টা চলছিল। গত এপ্রিলে অনলাইনে বিশ্ব ভেটেরিনারি দিবস পালনের মাধ্যমে প্রথম সামনে আসার পর এবার কমিটি ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো যশোর ভেটেরিনারি স্টুডেন্টস' এসোসিয়েশন।  

এদিকে বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস' ফেডারেশন সহ বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালয় ভেট এসোসিয়েশন নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়েছে।