ইউজিসি'র শিক্ষক নিয়োগ ও পদোন্নয়নের নির্দেশিকা প্রেরণের প্রতিবাদে বাকৃবিতে মানববন্ধন

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by agrilife24

আবুল বাশার মিরাজ, বাকৃবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহে শিক্ষক নিয়োগ ও পদোন্নয়নের নীতিমালা প্রণয়নের নামে নির্দেশিকা প্রেরণের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি। রবিবার (১১ এপ্রিল) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন করিডরে ওই মানবন্ধন করা হয়।

মানববন্ধনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যপক ড. মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যপক ড. সুবাস চন্দ্র দাসের সঞ্চালনায় বাকৃবি গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. রকিবুল ইসলাম খান, নীল দলের আহ্বায়ক অধ্যাপক ড.  মো. আহসান বিন হাবিব ও বিশ্ববিদ্যায়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ.কে.এম. জাকির হোসেন বক্তব্য প্রদান করেন। মানববন্ধনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়ের বিভিন্ন অনুষদের প্রায় ৩ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।