যথাযথ মর্যাদায় বাকৃবিতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by agrilife24

আবুল বাশার মিরাজ, বাকৃবি প্রতিনিধি:যথাযথ মর্যাদায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন বাকৃবির শিক্ষক শিক্ষক সমিতি, প্রভোস্ট কাউন্সিল, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের নেতৃবৃন্দরা।

এছাড়াও ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ‘ঐতিহাসিক ৭ মার্চ’ শীর্ষক ভার্চুয়ালি আলোচনা সভার আয়োজন করা হয়। দুপুরে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে বিশ^বিদ্যালয়ের মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলোতে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস কমিটির আয়োজনে অনলাইনে ঐতিহাসিক ৭ই মার্চ সম্পর্কিত কবিতা, গান, ছড়া ও বক্তৃতার আয়োজন করা হয়।