ডিআইইউ উপাচার্য প্রফেসর ড. কে এম মোহসীন’র মৃত্যুতে ইবিএইউবি’র উপাচার্যের শোক

ক্যাম্পাস ডেস্ক:ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) উপাচার্য এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডীন এবং বাংলাদেশ ইতিহাস সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. কে এম মোহসীন গতকাল ২২ ফেব্রুয়ারী ২০২১ মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বৎসর।

তাঁর মৃত্যুতে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)-এর উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান গভীরভাবে শোকাহত। প্রফেসর ড. কে এম মোহসীন তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের স্বনামধন্য অধ্যাপক ও চেয়ারপার্র্সন, কলা অনুষদের ডীন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর ২য় মেয়াদে উপাচার্য হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছিলেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য থাকাকালীন সময়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিশেষ করে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেন।

উপাচার্য তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।