প্রফেসর আব্দুল আজিজের পিএইচডি ডিগ্রি অর্জন

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by agrilife24

এগ্রিলাইফ২৪ ডটকম:মোঃ আব্দুল আজিজ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ হতে সম্প্রতি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তাঁর গবেষণার বিষয়বস্তু ছিল “Productivity Improvement of Fine Boro Rice Varieties Through Fertilizer Management in The Haor Areas”। তিনি সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ এবং সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরে গবেষণা কার্যক্রম পরিচালনা করেন।

গবেষণায় দেখা গেছে হাওরে অঞ্চলে আধুনিক জাতের ধানের মধ্যে ব্রিধান৬৩ এবং স্থানীয় জাতের ধানের মধ্যে টেপি বোরো ভাল। সরু ধানের উৎপাদনশীলতা এবং মাটির উর্বরতা বৃদ্ধির জন্য মাটির পরীক্ষা এবং সমম্বিত পুষ্টি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ন। তাঁর গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ আবুল কাশেম। বর্তমানে তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর হিসাবে কর্মরত রয়েছেন।