ENTEROSURE™ বিশ্বব্যাপি পোল্ট্রি শিল্পে নতুন দিগন্তের উম্মোচন

Category: বিজনেস ও ইন্ডাস্ট্রি Written by agrilife24

বিশেষ প্রতিবেদক:ঢাকায় যাত্রা শুরুর মধ্য দিয়ে বিশ্বব্যাপি পোল্ট্রি শিল্পে নতুন দিগন্তের উম্মোচন করলো ENTEROSURE™ যুক্তরাষ্ট্র ভিত্তিক এনিমেল নিউট্রিশন কোম্পানি কেমিন ইন্ডাষ্ট্রিজ। এ উপলক্ষে বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি পাঁচ তারকা মানের হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করে বিশ্বের খ্যাতনামা এনিম্যাল নিউট্রিশন কোম্পানি কেমিন ইন্ডাষ্ট্রিজ।

শনিবার (১৪ মে) সন্ধ্যায় রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে কেমিন ইন্ডাষ্ট্রিজ তাদের নতুন উদ্ভাবিত ও গবেষণাধর্মী প্রবোয়োটিক ENTEROSURE™ গ্লোবালি লঞ্চিং করে। ঢাকায় যাত্রা শুরুর মধ্য দিয়ে বিশ্বব্যাপি পোল্ট্রি শিল্পে ENTEROSURE™ মাইলফলক হয়ে থাকবে বলে অনুষ্ঠানে আগত বাংলাদেশের পোল্ট্রি ইন্ডাষ্ট্রির স্টেক হোল্ডাররা মনে করেন।



"Kemin Intestinal Health Summit Dhaka" শীর্ষক অনুষ্ঠানটি শুরু হয় Dr. Tanweer Alam-Director (Marketing)-এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে। তিনি অনুষ্ঠানে আগত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এরপর একে একে কেমিনের কারিগরী বিশেষজ্ঞরা তাদের বক্তব্য উপস্থাপন করেন। শুরুতেই “Managing Enteric Pathogens - Bangladesh Perspective” শীর্ষক কারিগরী বক্তব্য উপস্থাপন করেন Regional Director (Technical Services) Dr R Chanthirasekaran (RC).



এরপর আলোচনায় “Resilient Intestinal Health & Performance-The European way” শীর্ষক আলোচনা করেন Susanne Kirwan PhD-Global Technical Service Manager (Intestinal Health).

পরবর্ত্তীতে “The Genesis of the Resilient Solution” শীর্ষক কারিগরী বক্তব্য উপস্থাপন করেন Santosh Vyash (R&D Director) এরপরে "Invented for resilient intestine and performance" শীর্ষক পেজেন্টেশন উপস্থাপন করেন Dr. Vaibhav Bhamare-Product Manager (IH).

অনুষ্ঠানে জানানো হয়  ENTEROSURE™ নূন্যতম চার পয়েন্ট এফসিআর উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। এছাড়া এটি ব্রয়লারে অতিরিক্ত ৫০ গ্রাম ওজন বৃদ্ধি এবং ডিমের সংখ্যা বৃদ্ধি ও গুণগতমান নিশ্চিত করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এছাড়া প্রতিটি টাকা বিনিয়োগের বিপরীতে চার গুণ রিটার্ন নিশ্চিত করে। এছাড়া ব্রিডার ফার্ম সহ বাণিজ্যিক পোল্ট্রি খামারিদের গাট হেলথ সুরক্ষায় দক্ষ করে তুলতে ভূমিকা রাখবে বলে জানান বিশেষজ্ঞরা।



কারিগরী বক্তব্য উপস্থাপন শেষে ENTEROSURE™ পণ্যটি উন্মোচন করেন President Dr R Sureshkumar এবং VP- Finance & Company Secretary Sreejith Janardhanan.



সমাপনী বক্তব্য প্রদান করেন Regional Director (Sales, Poultry, South Asia) Dr Saravan Sankaran এবং ধন্যবাদ জ্ঞাপন করেন Zonal Manager (Sales) Dr Muhammad Gulam Murshed. সম্পূর্ণ অনুষ্ঠানটি মডারেট করেন Dr. Chandra Sekar, Marketing Manager, Kemin South Asia Pvt. Ltd.



অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন Kemin South Asia Pvt. Ltd.Head (Technical) (Health), Dr Venkat Marotirao Shelke, সিগমা বাংলাদেশের প্রধান নির্বাহি জনাব আনোয়ার হোসেন, কেমিন বাংলাদেশের Sr. Techno Commerical Manager Dr Md. Tarek Hossain, Manager (Sales) Arun Chandra Mazumder প্রমুখ।



অনুষ্ঠানের শেষ দিকে Kemin Industries-এর কারিগরী বিশেষজ্ঞরা প্যানেল আলোচনায় অনুষ্ঠানে আগত পোল্ট্রি শিল্পের বিভিন্ন পর্যায়ের স্টেক হোল্ডারদের প্রশ্নের উত্তর প্রদান করেন। এরপর সকলে মিলে এক নৈশভোজে অংশগ্রহন করেন।



Kemin Industries-এর উর্ধতন কর্মকর্তারা বলেন, ENTEROSURE ™ বাংলাদেশে যাত্রা শুরু করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। গ্লোবালি লঞ্চিং-এর ভেন্যু হিসেবে ঢাকাকে বেছে নেয়ায় দেশের পোল্ট্রি শিল্পের উদ্যোক্তা, নিউট্রিশনিস্ট, কনসালট্যান্ট ও আগত অতিথিরাও অত্যন্ত গর্বিত ও আনন্দিত। এজন্য তারা Kemin Industries-কে আন্তরিক ধন্যবাদ জানান।