‘টেকনাফে ইয়ন গ্রুপের পোল্ট্রি খামার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা’

Category: বিজনেস ও ইন্ডাস্ট্রি Written by agrilife24

এগ্রিলাইফ২৪ ডটকম:কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় ইয়ন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইয়ন ইউরো ফিড কর্তৃক ৫০ জন পোল্ট্রি খামারীদের নিয়ে “নিরাপদ ব্রয়লার ও ডিম উৎপাদন, খাদ্য ব্যবস্থাপনা এবং জৈব নিরাপত্তা” বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। সোমবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত এ  কর্মশালায় উপস্থিত ছিলেন ইউএলও ডাঃ মোঃ শওকত আলী উপজেলা প্রাণীসম্পদ দপ্তর; টেকনাফ, স্থানীয় ইউপি সদস্য জনাব নুরুল হুদা, ইয়ন ফিড ডিভিশনের ডিজিএম মোহাম্মদ শাহ্জাহান, আরএসএম মাহবুব-ই খুদা, টেকনিক্যাল অফিসার ডাঃ উচ্ছাস চাকমা সহ মাঠ পর্যায়ের অন্যান্য কর্মকর্তারা।

কর্মশালায় খামার ব্যবস্থাপনায় ইয়ন কিভাবে খামারীদের বিভিন্ন পণ্য ও সেবা দিয়ে নিরাপদ ডিম এবং মাংস উৎপাদনে কাজ করছে তা নিয়ে আলোচনা করা হয়। ইয়ন গ্রুপ সমন্বিত কৃষি নিয়ে খামারীদের নিরাপদ খামার ব্যবস্থাপনায় যেভাবে সহায়তা করছেন তা দেশের বর্তমান জনসংখ্যার নিরাপদ প্রাণীজ আমিষ যোগানে জোড়ালো ভূমিকা রাখবে বলে ইউএলও জনাব ডাঃ মোঃ শওকত আলী আশাবাদ ব্যক্ত করেন। খামারীদের দেয়া তথ্য অনুযায়ী তারা ইয়নের পণ্য (বাচ্চা, খাদ্য, ভ্যাকসিন ও ঔষধ) খামারে ব্যবহার করে লাভবান হচ্ছেন এবং এর ধারা অব্যাহত রাখবেন।