দক্ষ জনবল নিয়োগ করবে ম্যারী গোল্ড এগ্রো সাইন্স

Category: বিজনেস ও ইন্ডাস্ট্রি Written by agrilife24

বিজনেস ডেস্ক:দেশে ক্রমবর্ধনশীল কৃষি উপকরণ (পেষ্টিসাইড) বাজারজাতকারী প্রতিষ্ঠান ম্যারী গোল্ড এগ্রো সাইন্স তাদের বিক্রয় কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে পেস্টিসাইড বিপণনে অভিজ্ঞতাসম্পন্ন দক্ষ জনবল নিয়োগ করবে। এ লক্ষ্যে তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মার্কেটিং অফিসার, এরিয়া সেলস ম্যানেজার পদে যোগ্য পুরুষ প্রার্থীদের নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

১.মার্কেটিং অফিসার :
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/সমমানের, বিজ্ঞান বিভাগ/ কৃষি ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা : কৃষি উপকরণ (পেস্টিসাইড) বাজারজাতকারী কোম্পানিতে ২-৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
পোস্টিং এরিয়া: বগুড়া, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, ফরিদপুর, গোপালগঞ্জ, শরিয়তপুর।

২. এরিয়া সেলস ম্যানেজার :
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/সমমানের, বিজ্ঞান বিভাগ/কৃষি ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা : কৃষি উপকরণ (পেস্টিসাইড) বাজারজাতকারী কোম্পানিতে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
পোস্টিং এরিয়া: রাজশাহী, বগুড়া, নওগাঁ

বেতন: সকল পদের বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুযোগ সুবিধা: ২টি ঈদ বোনাস, বার্ষিক ইনক্রিমেন্ট, আকর্ষণীয় ইনসেন্টিভ, টিএ/ডিএ ও মোবাইল বিল।

বি:দ্র:কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থিদের জন্য শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনকারীর গোপনীয়তা রক্ষা করা হবে। আগ্রহী প্রার্থীকে আগামী ২০ আগষ্ট' ২০২১ তারিখের মধ্যে এক কপি ছবিসহ সিভি ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি নিম্ন ঠিকানায় কুরিয়ার বা ইমেইল যোগে প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

ম্যারী গোল্ড এগ্রো সাইন্স
কর্পোরেট অফিস: ১৭১/১-জি, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
ইমেইল : This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.