কাপাসিয়ায় বিভিন্ন ভেটেরিনারি ওষুধের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা

এগ্রিলাইফ২৪ ডটকম:মানবদেহের পুষ্টির জন্য প্রয়োজন আমিষ তবে তা হতে হবে নিরাপদ ও স্বাস্থসম্মত। নিরাপদ আমিষ উৎপাদন করতে গেলে প্রাণির প্রয়োজন নিরাপদ ও প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি সামগ্রী। এসব দিক বিবেচনায় রেখে দেশের বিভিন্ন স্থানের ভেটেরিনারি ওষুধের দোকানগুলিতে নজরদারি বাড়িয়েছে প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর।

এরই ধারাবাহিকতায় রবিবার (১৩ জুন) নিরাপদ প্রাণীজ আমিষ সরবরাহের লক্ষ্যে প্রাণীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও সরকার অনুমোদিত নয় এমন ঔষধ বিক্রি রোধে উপজেলা প্রশাসন কাপাসিয়া, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কাপাসিয়া গাজীপুরের উদ্যোগে বিভিন্ন ওষুধের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাপাসিয়া জনাব  ইসমত আরা। সার্বিক সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা:রাশেদুজ্জামান মিয়া।