ঝালকাঠিতে জিঙ্ক চালের বাণিজ্যিকীকরণের ওপর সভা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): ‘জিঙ্ক চালের বাণিজ্যিকীকরণ’ শীর্ষক এক মতবিনিময় সভা আজ  ডিএই ঝালকাঠির প্রশিক্ষণকক্ষে অনুষ্ঠিত হয়। হারভেস্টপ্লাস বাংলাদেশ এবং স্বদেশ উন্নয়ন কেন্দ্রের যৌথ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  (ডিএই)  উপপরিচালক  মো. ফজলুল হক। তিনি বলেন, জিঙ্ক এক ধরনের অনুপুষ্টি। মানবদেহে এর গুরুত্ব অপরিসীম। তাই জিঙ্কসমৃদ্ধ ধানের তথ্য কৃষক থেকে ভোক্তা পর্যন্ত সবাইকে জানানো জরুরি। পাশাপাশি প্রয়োজন এর আবাদ বাড়ানো।  তাহলেই জিঙ্কের ঘাটতি পূরণ হবে।

হারভেস্টপ্লাসের বিভাগীয় সমন্বয়কারী জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএইর জেলা প্রশিক্ষণ অফিসার মো. মনিরুল ইসলাম, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন এবং ঝালকাঠি সদরের উপজেলা কৃষি অফিসার মো. রিফাত শিকদার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠি সদরের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহনাজ পারভীন, নলছিটির উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নাজমুল হোসাইন, ঝালকাঠির কৃষি বিপণন কর্মকর্তা মো. মোস্তাক আহমেদ, কমার্শিয়ালাইজেশন অব বায়োফর্টিফাইড ক্রপস (সিবিসি) প্রজেক্টের অফিসার মো. রহুল কুদ্দুস, স্বদেশ উন্নয়ন কেন্দ্রের সমন্বয়কারি মো. জাহিদুল আলম প্রমুখ।

সভায়  জিঙ্কধান চাষি, ধানক্রেতা এবং মিল মালিকসহ কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।