ফলমূল খাবারের অভ্যাস বাড়াতে হবে-জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ

Category: ফার্ম টু ডাইনিং Written by agrilife24

এগ্রিলাইফ২৪ ডটকম:সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেছেন, আমাদের ফলমূল খাবারের অভ্যাস বাড়াতে হবে। প্রতিটি বাড়ির আশেপাশে প্রচুর জায়গা ফাঁকা আছে। সেখানে আমরা ফলের গাছ লাগাতে পারি। প্রতিটি ইঞ্চি জাযগায় আমরা ফলের বাগান করে পুষ্টি চাহিদা পূরণ করতে পারবো। তিনি বলেন, বাংলাদেশ আজ স্বাবলম্বী। বিদেশীদের মাতব্বরি তোয়াক্কা না করে আমরা পদ্মা ব্রীজ নির্মাণ করছি। সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী। এমডিজি বাস্তবায়নের পথে আমরা এগিয়ে যাচ্ছি।

আজ বৃহস্পতিবার সকালে ‘জেলা ফল মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনব্যাপী ফল মেলা সদর উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে।

উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বাবলু কুমার সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেরা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট কে এম হোসেন আলী  হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জসিম উদ্দিন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি।

স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার মো. রোস্তম আলী। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত কৃষি অফিসার এ্যামিলিয়া জান্নাত।

মেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ১৬টি নার্সারীসহ ২০ টি স্টল অংশ নিচ্ছে।