ঝালকাঠির নলছিটিতে ব্রি ধান৭৪’র মাঠ দিবস অনুষ্ঠিত

Category: ফার্ম টু ডাইনিং Written by agrilife24

নাহিদ বিন রফিক (বরিশাল): ঝালকাঠির নলছিটিতে ব্রি ধান ৭৪’র প্রদর্শনী প্লটের নমুনা শস্য কর্তন ও কৃষক মাঠ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মে) উপজেলার রায়াপুর গ্রামে উপজেলা কৃষি অফিস ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের গবেষণা উইং’র অতিরিক্ত সচিব মি:কমলারঞ্জন দাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য  বৈজ্ঞানিক কর্মকর্তা  মো. রফি উদ্দিন এবং ঝালকাঠির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুল ইসলাম।  

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নলছিটির উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান মিলি, ব্রির ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. প্রিয় লাল বিশ্বাস, কৃষি  সম্প্রসারণ অফিসার আলী আহমেদ, কৃষক আলি আকবর মিয়া প্রমুখ।

প্রধান অতিথি জিংক সমৃদ্ধ ধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এসব জাতের ধানের আবাদ বাড়ানোসহ বিভিন্ন ফসল চাষাবাদে কৃষকদের আহবান জানান । মাঠ দিবসে শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।