বরিশাল সদরে বিনামুগ-৮ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

Category: ফার্ম টু ডাইনিং Written by agrilife24

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশাল সদরে বিনামুগ-৮ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ সদর উপজেলার হিজলতলায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে এই মাঠ দিবসের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন আয়োজক প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম ও মুখ্য বেজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মনজুরুল ইসলাম।

বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোসা. ফাহিমা হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুন নাহার পপি, কৃষক ইউসুফ হাওলাদার প্রমুখ।

প্রধান অতিথি ড. মির্জা মোফাজ্জল ইসলাম বলেন, ১ শ’ গ্রাম মুগ ডালে  ৪ দশমিক ৬৮ গ্রাম প্রোটিন পাওয়া যায়। তাই আমিষের ঘাটতি পূরণে মুগ ডাল অনন্য ভূমিকা রাখতে পারে। এ জন্য বিনা মুগ-৮’র বীজ ব্যবহারে ভালো ফলন পাওয়া যাবে। এটি হলুদ মোজাইক ভাইরাস প্রতিরোধী। প্রথম বার শতকরা ৭০-৮০ ভাগ ফসল তোলা যায়। এর জীবনকাল ৬৪-৬৮ দিন। মাঠদিবসে ৬০ জন কিষাণ-কিষাণী অংশগ্রহণ করেন।