মাদারীপুরে পাটভিত্তিক শস্য বিন্যাসে মুগ ডাল উৎপাদন বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

Category: ফার্ম টু ডাইনিং Written by agrilife24

নাহিদ বিন রফিক (বরিশাল): মাদারীপুরে পাটভিত্তিক শস্য বিন্যাসে মুগ ডাল উৎপাদনের কৌশল শীর্ষক মাঠ দিবস ও  কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলার আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রে বৃহত্তর বরিশাল-ফরিদপুর অঞ্চলে ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফি  উদ্দিন।

আয়োজক প্রতিষ্ঠানের প্রকল্প পরিচালক ড. মো. ছালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের ডাল গবেষণা উপ-কেন্দ্রের  প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. একেএম মাহাবুবুল আলম এবং পটুয়াখালীর  সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শহিদুল ইসলাম খান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জের সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মহসীন হাওলাদার, ভোলার সরেজমিন গবেষণা বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা গাজী নাজমুল হাসান, মাদারীপুরের আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা নন্দ দুলাল কুন্ডু, এসও প্রিয়াংকা চক্রবর্তী, এসও মো. মামুনূর রশিদ, এসও শাহিন মাহমুদ প্রমুখ।

প্রধান অতিথি বলেন, দেশে ভোজ্যতেল ও ডালের ঘাটতি রয়েছে। এর চাহিদা পূরণে ধান-সরিষা-মুগডাল-পাট শস্যবিন্যাস অনুসরণ করা প্রয়োজন। এতে জমির উর্বরতা বজায় থাকবে। হবে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ। সেজন্য বৈশ্বিক প্রেক্ষাপটে খাদ্য স্বয়ংসম্ভরতা অর্জনে প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় এনে একসাথে কাজ করতে হবে।