সেরা আর্টিমিয়া চাষির সম্মাননা পেলেন কক্সবাজার সদরের নুরুল ইসলাম

Category: ফার্ম টু ডাইনিং Written by agrilife24

এগ্রিলাইফ২৪ ডটকম:আর্টিমিয়া এক ধরনের জলজ ক্ষুদ্র জীব যা চিংড়ির খাবার হিসেবে ব্যবহার করা হয়। দেশে আর্টিমিয়ার ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও উৎপাদন না হওয়ায় তা বিদেশ থেকে আমদানি করতে হয়। তবে ওয়ার্ল্ডফিশ দেশেই ভালো মানের সেরা আর্টিমিয়া উৎপাদনে নানা রকম উদ্যোগ নিয়েছে। এর ফলে সাম্প্রতিক সময়ে আর্টিমিয়া চাষে কক্সবাজারে ব্যাপক সাফল্য দেখিয়েছেন অনেক আর্টিমিয়া চাষি। এর মধ্যে অভাবনীয় সাফল্যে সেরা আর্টিমিয়া চাষির সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা নুরুল ইসলাম।  

সোমবার (২২ নভেম্বর) সকালে কক্সবাজারের হোটেল সিগালে ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ বাস্তবায়িত আর্টিমিয়া ফর বাংলাদেশ প্রকল্পের বার্ষিক কর্মশালায় নুরুল ইসলাম-এর  হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ।

ওয়ার্ল্ডফিশের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক ক্রিস্টোফার প্রাইসের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন আর্টিমিয়া ফর বাংলাদেশ প্রকল্পের টেকনিক্যাল টিম লিডার ড. মুহাম্মদ মিজানুর রহমান।

অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দারিও ট্রম্বেটা। অনুষ্ঠানে সেরা মৎস্য চাষি হিসাবে আনার আলী, সেরা ক্লাস্টার লিডার হিসাবে বেদারুল আলম ও বেলাল উদ্দিনের হাতেও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।