সিরাজগঞ্জ সদর উপজেলায় পুষ্টি বাগান প্রদর্শনী পরিদর্শন করলেন কৃষিবিদ এ কে এম ম‌নিরুল আলম

Category: ফার্ম টু ডাইনিং Written by agrilife24

এগ্রিলাইফ২৪ ডটকম:সিরাজগঞ্জ সদর উপজেলায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বসতবাড়ীতে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী পরিদর্শন করেন কৃষিবিদ এ কে এম ম‌নিরুল আলম,প‌রিচালক,স‌রেজ‌মিন  উইং, কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্তর, খামারবা‌ড়ি,ঢাকা।

গতকাল শনিবার ( ২অক্টোবর) সয়দাবাদ ইউনিয়নের সদানন্দপুর গ্রামে স্থাপিত পারিবারিক পুষ্টি বাগান পরিদর্শন কালে তিনি পুষ্টি বাগানটি সফল বাস্তবায়ন দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং পারিবারিক পুষ্টির চাহিদা পুরণে কালিকাপুর মডেলটি উপজেলায় কৃষকের মাঝে সম্প্রসারণের আহবান জানান। পরিদর্শনকালে তার সাথে আরো উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ ইউসুফ রানা মন্ডল, অ‌তি‌রিক্ত প‌রিচালক, ডিএই, বগুড়া অঞ্চল, বগুড়া,কৃষিবিদ মোঃ আবু হানিফ, উপ প‌রিচালক, ডিএই, সিরাজগঞ্জ, কৃষিবিদ জনাব মোঃ রোস্তম আলী, উপজেলা কৃষি কর্মকর্তা, সিরাজগঞ্জ সদর।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান পারিবারিক পুষ্টির চাহিদা পুরনে কালিকাপুর মডেলে সিরাজগঞ্জ সদর উপজেলায় অত্র প্রকল্পের আওতায় ১৫ টি পুষ্টি বাগান স্থাপন করা হয়েছে এবং সফলভাবে বাস্তবায়ন ও সম্প্রসারণ হচ্ছে।