টাঙ্গাইলে বসতবাড়িতে পারিবারিক মডেল বাগান স্থাপন শীর্ষক প্রশিক্ষণ

Category: ফার্ম টু ডাইনিং Written by agrilife24

কে এস রহমান শফি, টাঙ্গাইল: বসতবাড়িতে পারিবারিক মডেল পুষ্টি বাগান স্থাপন শীর্ষক দু’দিনব্যাপী উপ সহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ গতকাল মঙ্গলবার টাঙ্গাইলের খামারবাড়ি কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ পরিচালকের কার্যালয়ে শুরু হয়েছে। কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত উপ পরিচালক (শস্য) মোঃ দুলাল উদ্দিন ও অতিরিক্ত উপ পরিচালক (শস্য সংরক্ষণ) মুহাম্মদ আরিফুর রহমান। অনাবাদী পতিত জমি ও বসরতবাড়ির আঙ্গিনায় পারিবারি পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ৩০ জন কর্মকর্তা প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।