উৎসবমুখর পরিবেশে নরসিংদী সদর উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকম:নরসিংদী সদর উপজেলায় গত ৫/০৬/২০২১ ইং তারিখ রোজ শনিবার উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ আলিজান জুট মিলস্ চত্বরে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন নরসিংদী সদরের উপজেলা র্নিবাহী অফিসার মোঃ মেহেদী র্মোশেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন ভুঞা, অফিসার ইন র্চাজ নরসিংদী মডেল থানা সাওগাতুল আলম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সাহিদা বেগম ও নরসিংদী জেলা শাখার বাংলাদেশ ডেইরী র্ফামারস এসোসিয়েসনের সভাপতি মোঃ জাফর আহমেদ পাটোয়ারী।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলার উপজেলা প্রাণিসম্পদ র্কমর্কতা ডা মুহাম্মদ কামরুল ইসলাম ও সঞ্চালনা করেন সদর উপজেলার ভেটেরিনারি র্সাজন ডা. মিঠুন সরকার।

প্রর্দশনীতে ৪০ টি স্টলে প্রাণিসম্পদের বিভিন্ন প্রযুক্তি ও বিভিন্ন জাতের প্রাণি প্রদর্শিত হয়।প্রযুক্তিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ৩০ মণের ব্রাহমা জাতের ষাড়,বান্দরবানের গয়াল, দুম্বা,গাড়ল, ইমু, নেপালি গরু, নাইস ব্ল্যাক সোয়ান এবং হোয়াইট সোয়ান সহ উন্নত জাতের পশু পাখি ও হাঁস মুরগী।

উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধান অতিথি, উপজেলা র্নিবাহী অফিসার মোঃ মেহেদী র্মোশেদ তার বক্তব্যে বলেন, প্রাণিসম্পদ এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত। আজকে এ মেলার মাধ্যমে প্রাণিসম্পদ বিভাগে নব নব প্রযুক্তি নরসিংদী সদরের ১৪ টি ইউনিয়নের প্রান্তিক খামারীদের দোড়গোড়ায় পৌছে যাবে। এতে করে প্রাণিসম্পদের উৎপাদন বাড়বে এবং জনসাধারন উন্নত জাতের পশু ও হাঁস মুরগী পালনে উদ্ভুদ্ধ হবে।

উপজেলা প্রাণিসম্পদ র্কমর্কতা ডা. মুহাম্মদ কামরুল ইসলাম তার বক্তব্যে বলেন, র্বতমান সরকার ক্ষমতায় আসার পর গত বারো বছরে দুধ ও ডিমের উৎপাদন বেড়েছে আড়াইগুন ও মাংস উৎপাদন বেড়েছে পাঁচগুন। সরকার প্রথমবারের মতো নরসিংদী সদরে প্রাণিসম্পদ প্রর্দশনী আয়োজন করে, এতে খামারী ও জনগনের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। বিজ্ঞান ভিত্তিক লালন পালন কৌশল এবং উন্নত জাতের পশু পাখি পালনে আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে খামারীরা এ মেলার মাধ্যমে প্রয়োজনীয় পরামর্শ পেয়েছেন।

উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন ভুঞা বলেন, প্রাণিসম্পদ প্রদর্শনীর মাধ্যমে এ অঞ্চলের মানুষ উন্নত জাতের পশু পাখি পালনে আধুনিক জ্ঞান লাভ করবে। প্রাণিসম্পদ বিভাগ যাতে এ ধরনের প্রর্দশনী ভবিষ্যতে অব্যহত রাখে তার দাবি জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য র্কমর্কতা,উপজেলা কৃষি র্কমর্কতা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন র্কমর্কতা, উপজেলা সমবায় র্কমর্কতা ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ র্কমর্কতা প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিগণ ৪০ টি স্টল পরির্দশন করেন এবং অনুষ্ঠান শেষে প্রর্দশনীতে অংশগ্রহনকারী  খামারীদের মধ্যে সার্টিফিকেট ও নগদ টাকার চেক বিতরন করেন।

অনুষ্ঠানটি আরো পরির্দশন করেন, পিএসসির র্বতমান সদস্য কাজী সালাউদ্দিন আকবর ,উপসচিব আলমগীর হোসেন, নরসিংদী জেলা প্রাণিসম্পদ র্কমর্কতা ডা.  হাবিবুর রহমান খান এবং এলডিডিপি প্রকল্পের ডিপিডি মোঃ সাকিফ উল আজম ও মোঃ মোস্তানুর রহমান প্রমুখ।

দর্শনার্থী ও অতিথিগণ দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রর্দশনী -২০২১-এর ভূয়সী প্রশংসা করেন।