বিশ্ব দুগ্ধ দিবস ২০২১ উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে শেকৃবি ডেইরি বিজ্ঞান বিভাগ

এগ্রিলাইফ২৪ ডটকম:জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর উদ্যোগে প্রতিবছর ১ জুন, "বিশ্ব দুগ্ধ দিবস" উদযাপন করা হয়ে থাকে। বিশ্ব দুগ্ধ দিবসের এবারের প্রতিপাদ্য "Sustainability in the dairy sector with messages around the environment, nutrition and socio-economics."। এ উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের "ডেইরি বিজ্ঞান বিভাগ" রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে। রচনা জমা দেওয়ার শেষ তারিখ ২০ জুন। আগ্রহীদের কাছ থেকে রচনা আহবান করেছে শেকৃবি"ডেইরি বিজ্ঞান বিভাগ"।

রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী:
১. রচনার বিষয় ; Milk, Milk Products, Milk Processing, Dairy Farming, Dairy Industry, World Milk Day সংশ্লিষ্ট যে কোনো শিরোনামে রচনা লিখতে হবে।
২. আবেদনকারীর যোগ্যতা : স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী।
৩. প্রতিযোগীকে কমপক্ষে  ১০০০ শব্দের রচনা লিখতে হবে।
৪. রচনার ভাষা : বাংলা/ইংরেজি
৫. একজন প্রতিযোগী সর্বোচ্চ একটি রচনা সাবমিট করতে পারবেন।
৬.রচনার সফট কপি বা হাতে লিখে স্ক্যান কপি " This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it."  এই ঠিকানায় পাঠাতে হবে।
৭. রচনার কাভার পেইজে তথ্যসমুহ সংযোজন করতে হবে - রচনার শিরোনাম, প্রতিযোগীর নাম, রেজি নং, শিক্ষাবর্ষ/ লেভেল/ সেমিস্টার, অনুষদ/ বিভাগ, বিশ্ববিদ্যালয়ের নাম, মোবাইল নং, ই-মেইল
৮. ই-মেইল এর বিষয় : WMD2021_প্রতিযোগীর নাম_মোবাইল নং
৯. অনলাইন সাবমিশন/ জমা দেওয়ার শেষ সময়: ২০ জুন, ২০২১ (রাত ১১:৫৯ মিনিটের মধ্যে)
১০. পুরস্কার : শ্রেষ্ঠ ০৩ জনকে অনুষ্ঠানের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হবে।

জরুরী প্রয়োজনে 01732-403141 অথবা 01797-320950 নাম্বারে যোগাযোগের জন্য আহবান জানানো হয়েছে।