কৃষকের উন্নয়নে কৃষি বিভাগ নিরলস কাজ করে যাচ্ছে-জেলা প্রশাসক, সিলেট

Category: ফার্ম টু ডাইনিং Written by agrilife24

এগ্রিলাইফ২৪ ডটকম:বাংলাদেশ কৃষি প্রধান দেশ।কৃষির উন্নয়ন মানে দেশের উন্নয়ন। কৃষকের উন্নয়নে কৃষি বিভাগ নিরলস কাজ করে যাচ্ছে। অনাবাদী জমি আবাদের আওতায় আনতে সমলয় চাষাবাদ কর্মসূচির বিকল্প নেই। সাতবাঁক ইউনিয়নের সমলয় চাষাবাদ তার বহি:প্রকাশ।

সিলেট জেলার কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের ভবানীগন্জ গ্রাম মাঠে সমলয় চাষাবাদের আওতায় ৫০ একর অনাবাদী জমির বোরো ধান কম্বাইন হারভেস্টারের সাহায্যে কর্তন উৎসব এর শুভ উদ্বোধন ও মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। এ সময় প্রধান অতিথি নিজে কম্বাইন হারভাস্টার চালিয়ে ধান কর্তনের উদ্বোধন করেন। প্রধান অতিথি কৃষকদের দাবীকৃত সুইচ গেইট সহ সেচ পাম্প স্থাপন করার প্রতিশ্রুতি প্রদান করেন। যা অনাবাদী জমি চাষাবাদে গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখবে।

৬ মে বিকাল ৩.০০ ঘটিকার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানর্জীর সভাপতিত্বে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সিলেট জেলা প্রশিক্ষন কর্মকর্তা বিমল চন্দ সোম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট জেলার উপ পরিচালক কৃষিবিদ মো:সালাহ উদ্দিন,কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরি, জকিগন্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি আক্তার, কানাইঘাট উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আবিদা সুলতানা, কানাইঘাট উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, কানাইঘাট অফিসার ইনর্চাজ মো:তাজুল ইসলাম পিপিএম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম,৭ নং দক্ষিন বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, ৩ নং দিঘির পার পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল,৪ নং সাতবাঁক ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মন্নান।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাতবাঁক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুন নুর,উপ সহকারি কৃষি কর্মকর্তা মো:আবুল হারিছ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ ও কৃষকবৃন্দ।