প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে কুমিল্লা সদর দক্ষিন মৎস্য দপ্তরের উদ্যোগে ভ্রাম্যমান মাছ বাজার

Category: ফার্ম টু ডাইনিং Written by agrilife24

এগ্রিলাইফ২৪ ডটকম:সারা দেশব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এবং লকডাউন কালে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে, সরকারী সকল স্বাস্থ্যবিধি মেনে মাছ ক্রয়, বিক্রয় করার জন্য কুমিল্লা সদর দক্ষিন মৎস্য দপ্তরের উদ্যোগে নিরাপদ ভ্রাম্যমান মাছের বাজার-এর কার্যক্রম শুরু হয়েছে।আজ এ কার্যক্রম পরিচালনার কাজ তদারকি করেন মৎস্য অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের  উপপরিচালক জনাব এস এম মুহিব উল্লাহ্ , কুমিল্লার জেলা মৎস্য কর্মকর্তা জনাব শরিফ উদ্দিন এবং বৃহত্তর কুমিল্লা মৎস্য চাষ উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক জনাব ওমর ফারুক।

এ সময় উপস্থিত কর্মকর্তারা কুমিল্লা সদর দক্ষিণের বিভিন্ন মাছের বাজারে মৎস্য ক্রেতা-বিক্রেতাদের মাঝে এনএটিপি-২, মৎস্য অধিদপ্তরের আওতায় চালুকৃত Online Fish Market অ্যাপস সম্পর্কে প্রাথমিক ধারনা প্রদান, অ্যাকাউন্ট খোলা, মাছ ক্রয়, বিক্রয় সম্পর্কে প্রাথমিক ধারনা প্রদান করেন এবং নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে, সরকারী সকল স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য নির্দেশনা প্রদান করেন।