শ্রীমঙ্গলে ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম শুরু

এগ্রিলাইফ২৪ ডটকম:দেশব্যাপী কোভিড-১৯ পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর শ্রীমঙ্গলে শুরু করলো ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম। আজ শুক্রবার ৯ এপ্রিল সকালে এই কার্যক্রমের শুভ সূচনা করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ্য ড. আব্দুস শহীদ, এমপি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ও এলডিডিপি প্রকল্পের সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তরের তত্বাবধানে বাস্তবায়িত এই কার্যক্রম খামারী এবং ভোক্তাগণের মধ্যে ব্যাপক উৎসাহ আগ্রহ সৃষ্টি করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, শ্রীমঙ্গল, ডাঃ কর্ণ চন্দ্র মল্লিক,উপজেলা  প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহ প্রাণিসম্পদ বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, শ্রীমঙ্গল উপজেলার পোল্ট্রী ও ডেইরি এসোসিয়েশন নেতৃবৃন্দ, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। আজ থেকে শুরু হওয়া কার্যক্রম পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চলমান থাকবে বলে জানা গেছে।