সমলয় পদ্ধতি ব্যবহারে অল্প সময়ে বেশি ফলন পাওয়া সম্ভব-ডিএই মহাপরিচালক

Category: ফার্ম টু ডাইনিং Written by agrilife24

নাহিদ বিন রফিক (বরিশাল): সমলয় পদ্ধতি ব্যবহারে অল্প সময়ে বেশি ফলন পাওয়া সম্ভব। সে সাথে খরচ কমবে। হবে শ্রমিকসংকট নিরসণ। ৫ ফেব্রুয়ারি ভোলার বোরহানউদ্দিনে সমলয় চাষাবাদের ওপর কৃষকদের মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তৃতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই)  মহাপরিচালক  মো. আসাদুল্লাহ্ এসব কথা বলেন।

উপজেলা কৃষি অফিস আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএই সরেজমিন উইং’র পরিচালক একেএম মনিরুল আলম এবং অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন উপপরিচালক আবু মো. এনায়েত উল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক জাহিদুল আলম, স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রকল্পের পরিচালক  মো. আইউব আলী প্রমুখ।

অনুষ্ঠানে অতিরিক্ত উপপরিচালক মো. রাশেদ হাসনাত (শস্য), অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. অলিউল আলম, বোরহানউদ্দিনের উপজেলা কৃষি অফিসার মো. ওমর ফারুক, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ রিয়াজ উদ্দিন, তজুমদ্দিনের উপজেলা কৃষি অফিসার মো. আবুল হোসেন, লালমোহনের উপজেলা কৃষি অফিসার এ.এফ.এম. শাহাবুদ্দিন, চরফ্যাশনের উপজেলা কৃষি অফিসার মো. আবু হাসনাইন, দৌলতখানের উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মো. সুমন হাওলাদার, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় শতাধিক কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।