ভোলার চরফ্যাশনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): উপজেলা কৃষি অফিস আয়োজিত এক কৃষক সমাবেশ ৫ ফেব্রুয়ারি ভোলার চরফ্যাশনে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক মো. আসাদুল্লাহ্। কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, চরফ্যাশনে এসে আমার ভালোই লাগছে। আপনাদের একতা দেখে আমি অভিভূত হয়েছি। এ এলাকার ফসলের উৎপাদন বেশ এগিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জন্য অনেক প্রকল্প হাতে নিয়েছেন। কৃষি বিষয়ক যে কোনো সমস্যা সমাধানে আমরা আপনাদের পাশে আছি। তবে সরকারের কাজ তখনই সার্থক হবে যখন আপনারা মিলেমিশে করবেন। দানাশস্যে ইতোমধ্যেই স্বয়ংসম্পূর্ণ হয়েছি। যেসব ফসলের ঘাটতি আছে, সেগুলোও খুব দ্রুত সময়ের মধ্যেই পূরণ হবে ইনশা-আল্লাহ।

ডিএই’র অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএই সরেজমিন উইং’র পরিচালক একেএম মনিরুল আলম এবং উপজেলা পরিষদের চেয়ারম্যন জয়নাল আবেদীন আখন। অতিরিক্ত উপপরিচালক মো. রাশেদ হাসনাতের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক জাহিদুল আলম, স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রকল্পের পরিচালক ড. মো. আইউব আলী, উপপরিচালক আবু মো. এনায়েত উল্লাহ, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাশেম মিলিটারী, আদর্শ কৃষক আকতার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) অলিউল আলম, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ রিয়াজ উদ্দিন, তজুমদ্দিনের উপজেলা কৃষি অফিসার মো. আবুল হোসেন, লালমোহনের উপজেলা কৃষি অফিসার এ.এফ.এম. শাহাবুদ্দিন, বোরহানউদ্দিনের উপজেলা কৃষি অফিসার মো. ওমর ফারুক,  দৌলতখানের উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মো. সুমন হাওলাদার, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ। কৃষক সমাবেশে দুই সহস্রাধিক কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।