কৃষির উন্নয়নে কৃষিবিদদের এক হয়ে কাজ করতে হবে :বাহাউদ্দিন নাছিম

Category: সমসাময়িক Written by agrilife24

এগ্রিলাইফ ডেস্ক:বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, কৃষির উন্নয়নে কৃষিবিদদের এক হয়ে কাজ করতে হবে। রবিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অফিসার পরিষদের আয়োজনে  বার্ষিক মিলনমেলা ও প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় বাহাউদ্দিন নাছিম আরো বলেন, 'বাকৃবি একটি সুপ্রাচীন কৃষি শিক্ষার প্রতিষ্ঠান। বাকৃবির অগ্রযাত্রায় বাকৃবির অফিসাররা অসামান্য  ভূমিকা পালন করে আসছে। কিন্তু কারো দ্বারা অনুপ্রাণিত হয়ে নিজের মধ্যে কোনো বিভক্তির প্রয়োজন নেই। কৃষিবিদরা সবাই এক হয়ে কাজ করলে কৃষির উন্নয়ন হবে। তাই নিজের মধ্যে বিভক্তি দূর করতে হবে।

বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান তার বক্তব্যে বলেন, 'ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি সবার ঐক্যের মাধ্যমে এগিয়ে যাওয়া সম্ভব। বিশ্ববিদ্যালয়ের অফিসারবৃন্দ তাদের কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় তুলে ধরেছেন। বিশ্ববিদ্যালয়ে উন্নয়নের জন্যে তাদের এ ধারা অব্যহত রাখার আহবান জানান তিনি।'

বাকৃবি অফিসার পরিষদের সভাপতি কৃষিবিদ মো. খাইরুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ আবুল বাসার আমজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এহতেশামুল আলম, বাংলাদেশ আওয়ামীলীগ, ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি ও ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।