বিএডিসি প্রকৌশলীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ই-জিপি ও পিপিআর বিষয়ে প্রশিক্ষণ

Category: সমসাময়িক Written by agrilife24

ইমরুল কায়েস মির্জা কিরণ:বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর প্রকৌশলীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ও পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) এর উপর ৩ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিএডিসি'র অফিস ভবন ও অবকাঠামোসমূহ সংস্কার, আধুনিকীকরণ ও নির্মাণ প্রকল্পের (আরএমসিআইপি) আওতায় গত ৮ নভেম্বর থেকে চলমান এ প্রশিক্ষণে মোট ৩০ জন সহকারী প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী অংশগ্রহণ করেন।

আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) সার্টিফিকেট প্রদানের মধ্য দিয়ে সেচ ভবন, ঢাকায় অনুষ্ঠিত তিন দিনের এ প্রশিক্ষণ সমাপ্ত হয়। বিএডিসি'র সদস্য পরিচালক (ক্ষুদ্রসেচ) প্রকৌশলী ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করেন।

আরএমসিআইপি প্রকল্পের পরিচালক প্রকৌশলী এ কে এম জাহাঙ্গীর আলম সরকার এর সঞ্চালনায় উক্ত সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পশ্চিমাঞ্চল) ও প্রশিক্ষণ কোর্সের পরিচালক প্রকৌশলী সুলতান আহমেদ।