বরগুনার বেতাগীতে তেলফসলের উৎপাদন বৃদ্ধি বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

Category: সমসাময়িক Written by agrilife24

নাহিদ বিন রফিক (বরিশাল): বরগুনার বেতাগীতে তেলফসলের উৎপাদন বৃদ্ধি বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলার সোনার বাংলা গ্রামে কৃষি অফিসের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। উপজেলা কৃষি অফিসার মো. ইছার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. ফজলুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক আবু সৈয়দ মোহাম্মদ ওবায়দুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত উপপরিচালক এসএম বদরুল আলম, কৃষক ফারুক হোসেন মৃধা, সুনীল পাল প্রমুখ।

প্রধান অতিথি মো. ফজলুল হক বলেন, ভোজ্যতেল আমাদের নিত্য প্রয়োাজনীয় পণ্য। এর অধিকাংশ বিদেশ থেকে আমদানি করতে হয়, যার বাজারমূল্য ২০ হাজার কোটির টাকারও বেশি। তাই এর আমদানিনির্ভরতা কমাতে দক্ষিণাঞ্চলে সরিষাসহ অন্যান্য তেল ফসলের আবাদ বাড়াতে হবে। আর এজন্য মাটির অবস্থা বুঝে উপযুক্ত জাত নির্বাচন করা দরকার। সঠিক ব্যবস্থা নিলে ফলন আশানুরূপ হবে। এতে কৃষকরা অবশ্যই লাভবান হবেন।

উদ্বুদ্ধকরণ সভায় উপসহকারি কৃষি কর্মকর্তাসহ  অর্ধশতাধিক কৃষক অংশগ্রহণ করেন।