সিরাজগঞ্জ জেলায় গত বছর ৯৬ হাজার ৮৮০টি ইঁদুর নিধন করা হয়েছে

Category: সমসাময়িক Written by agrilife24

কে এস রহমান শফি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জেলায় গত বছর ৯৬ হাজার ৮৮০টি ইঁদুর নিধন করা হয়েছে। এজন্য ৭২৬ দশমিক ৬ মেট্রিক টন ফসল রক্ষা পেয়েছে। এসময় জেলায় ২৫০ জন কৃষি কর্মী, ১৪ হাজার ৭৩০ জন কৃষক/কৃষাণী, ৯ হাজার ২২০ জন ছাত্র/ছাত্রী ও অন্যান্য ৩ হাজার ১৬৫ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলা কৃষি অফিসারের কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেছেন, ইঁদুর শুধু খাদ্য শস্য নয়, বাঁধেরও ব্যাপক ক্ষতি করে। একটি বাঁধ নির্মাণ করতে প্রচুর অর্থ ব্যয় হয়। তাই ইঁদুর নিধন করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং ইঁদুর নিধনকে সামাজিক আন্দোলনে রুপান্তরিত করতে হবে। সিরাজগঞ্জ জেলা খাদ্যে স্বয়ংসম্পূর্ন এটাকে যেন আমরা ধরে রাখতে পারি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বাবলু কুমার সূত্রধরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার আজম আহসান সহীদ সরকার ও সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার মো. রোস্তম আলী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অফিসার মো. সাব্বির আহমেদ সিফাত। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপ সহকারী কৃষি অফিসার এস এম মেহেদী হাসান ও কৃষক মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত কৃষি অফিসার এ্যামিলিয়া জান্নাত। কোরআন তেলাওয়াত করেন কৃষি সম্প্রসারণ কর্মী সাইদুজ্জামান ছাবেরী।

দিবসের এবারের প্রতিপাদ্য ‘বছরে ইঁদুর খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন, খাদ্য ঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ।’ ইঁদুর নিধন অভিযান প্রতিযোগিতায় ২০২১ সালে অঞ্চল পর্যায়ে সিরাজগঞ্জ সদরের সাবেক উপ সহকারী কৃষি অফিসার মো. সাইফুল ইসলাম ও শিয়ারকোল গ্রামের কৃষক মো. আনোয়ার হোসেন পুরস্কার পেয়েছেন।