শ্যামপুর-কদমতলীর ৩৬টি স্থানে শোকদিবসের কর্মসূচী ঘোষণা

Category: সমসাময়িক Written by agrilife24

আবুল বাশার মিরাজ:১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে ঘাতকের বুলেটে শাহাদাত বরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের ১৮ জন সদস্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের স্মরণে বাঙ্গালী জাতি ১৫ আগস্ট জাতীয় শোকদিবস পালন করে। ১৫ আগস্ট জাতীয় শোকদিবস ২০২২ উদযাপন উপলক্ষে শ্যামপুর ও কদমতলী থানা আওয়ামীলীগের যৌথ কর্মীসভায় ১৫ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত ৭ দিনব্যাপী বিভিন্ন ইউনিট কমিটির আয়োজনে ৩৬টি স্থানে দোয়া মাহফিল ও তোবারক বিতরন কর্মসুচি প্রনয়ণ করা হয়েছে।

জানা গেছে, ১৫ আগস্ট সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে ঘোষিত কর্মসূচি পালন করা হবে। প্রনীত কর্মসুচি সমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-৪ এর গনমানুষের নেতা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (বাকসু)'র সাবেক জিএস ও মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব ডঃ মোঃ আওলাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কদমতলী থানা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ নাছিম মিয়া।