শুদ্ধাচার পুরস্কার পেলেন ভাসমান কৃষি প্রকল্পের পিডি

Category: সমসাময়িক Written by agrilife24

নাহিদ বিন রফিক (বরিশাল) : ২০২১-২০২২ অর্থবছরে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন ভাসমান কৃষি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার। কাজের স্বীকৃতি হিসেবে তাকে রাষ্ট্রীয় এ সম্মাননা দেওয়া হয়। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) হতে তিনি এ পুরস্কারে ভূষিত হন।

এ উপলক্ষ্যে বুধবার (২৯ জুন) গাজীপুরে বিএআরআইর সদর দপ্তরে এক অনুষ্ঠানে মহাপরিচালক ড. দেবাশীষ সরকার তার হাতে সনদপত্র এবং ক্রেস্ট তুলে দেন। এসময় বিএআরআইর ঊধর্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ড. রহমান ১৯৬৬ খ্রিস্টাব্দের ০৫ জুন পটুয়াখালীর বাউফল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। চাকুরি জীবনে তিনি ১৯৯৫ খ্রিস্টাব্দের ৩০ জানুয়ারি বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে বরিশালের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে প্রথম যোগদান করেন। পরবর্তীতে বিভিন্ন পদে দায়িত্ব পালন শেষে ২৭ অক্টোবর ২০১৮ খ্রিস্টাব্দ হতে অদ্যাবধি ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত আছেন।