“বন্যার্তদের পাশে মানবতার স্বার্থে” শ্লোগানে সুনামগঞ্জে ইয়ামাহা রাইডারস্ ক্লাব এর ত্রাণ বিতরণ

Category: সমসাময়িক Written by agrilife24

এগ্রিলাইফ২৪ ডটকম:সুনামগঞ্জের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে গেছে ইয়ামাহা রাইডারস্ ক্লাব এর একটি দল। বৃষ্টি আর পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় কয়েকদিন ধরে উক্ত অঞ্চলের পানিবন্দী মানুষজন চরম খাদ্য সংকটে রয়েছে। এ অবস্থায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে ইয়ামাহা রাইডারস্ ক্লাব।

উল্লেখ্য, ইয়ামাহা রাইডারস্ ক্লাব হলো বাইকারদেরকে নিয়ে গঠিত একটি কমিউনিটি। ইতিপূর্বে দেশের বিভিন্ন দূর্যোগে এই ক্লাব স্বত:স্ফুর্ত ভাবে মানবতার সেবায় এগিয়ে এসেছে।



ক্লাবের সদস্যদের নিয়ে গঠিত একটি দল গত ২২ জুন ২০২২ তারিখে ঢাকা হতে এই কর্মসূচীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ২৩ জুন ২০২২ তারিখে, সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চলে প্রায় ২০০০ মানুষের নিকট রান্না করা খাবার, শুকনো খাবার ও জরুরী ঔষধ বিতরণ করা হয়। একই সাথে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিৎকরণ এর জন্য একটি মেডিকেল টিম ছিল এই কর্মসূচীতে। এই কর্মসূচীতে সার্বিক সহযোগিতা করে এসিআই মটরস্।