সিরাজগঞ্জ সদরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রামের আওতায় ‘সিআইজি কংগ্রেস’ অনুষ্ঠান

Category: সমসাময়িক Written by agrilife24

কে এস রহমান শফি, সিরাজগঞ্জ থেকে:ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেস-২ (এনএটিপি-২) আওতায় ‘সিআইজি কংগ্রেস’ অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জ সদর এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন। উপজেলা কৃষি অফিসার মো. রোস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আনোয়ার হোসেন, উপজেলা সমবায় অফিসার মোছাঃ আমাত উল ইলাহ, অতিরিক্ত কৃষি অফিসার এ্যামিলিয়া জান্নাত, কৃষি সম্প্রসারণ অফিসার সাব্বির আহমেদ সিফাত ও মিশু আক্তার, উপজেলা সিআইজি’র সভাপতি আবদুল হামিদ ভুঁইয়া, মো. লুৎফর রহমান ও ইতি রানী ঘোষ।

অনুষ্ঠানে আগামীতে যাতে সিআইজিগুলো সচল থাকে সে ব্যাপারে বিস্তারিত দিক নির্দেশনা দেয়া হয়। অনুষ্ঠানে ১০০টি সিআইজি’র ১৫০ জন প্রতিনিধি অংশ নেন।