দক্ষিণাঞ্চল বাংলাদেশের কৃষিসম্ভাবনার বড় জায়গা: বিএআরআই’র মহাপরিচালক

Category: সমসাময়িক Written by agrilife24

নাহিদ বিন রফিক (বরিশাল): দক্ষিণাঞ্চল বাংলাদেশের কৃষিসম্ভাবনার বড় জায়গা। এ অঞ্চলের শস্যনিবিড়তা দেড়গুণ বাড়ানোর সুযোগ রয়েছে। তা বাস্তবায়ন হলে এখানকার কৃষিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে। আজ বরিশালের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক গবেষণা-সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকারএসব কথা বলেন।

আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফি উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তেলবীজ গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো. আব্দুল লতিফ আকন্দ, বরিশাল অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক হৃদয়েশ্বর দত্ত এবং ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক স্বপন কুমার খাঁ।

বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো মাহবুবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সাবেক সদস্য পরিচালক ড. গৌরপদ দাস, পটুয়াখালীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক একেএম মহিউদ্দিন, পিরোজপুরের উপপরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার, ঝালকাঠির উপপরিচালক মো. মনিরুল ইসলাম,  গোপালগঞ্জের উপপরিচালক ড. অরবিন্দ রায়, ভোলার উপপরিচালক মো. হাসান ওয়ারীসুল কবীর, ভাসসান কৃষি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান  তলুকদার প্রমুখ।

কর্মশালায় কৃষিমন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং কৃষকসহ ৭০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।