সিরাজগঞ্জ সদরে কৃষক প্রশিক্ষণের উদ্বোধন

Category: সমসাময়িক Written by agrilife24

কে এস রহমান শফি, সিরাজগঞ্জ থেকে:আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২১-২২ খরিপ মৌসুমে দু’দিনব্যাপী কৃষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল (২৪ মে) মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষক প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার আ জ ম আহসান শহীদ সরকার। উপজেলা কৃষি অফিসার মো. রোস্তম আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত কৃষি অফিসার এমিলিয়া জান্নাত, কৃষি সম্প্রসারণ অফিসার সাব্বির আহমেদ সিফাত ও মিশু আক্তার। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৪৫ জন কৃষক ও কৃষাণী অংশ নেন।