টাঙ্গাইলে উপ সহকারী কৃষি কর্মকর্তাদের ‘সফটওয়্যার-এ ডাটা এন্ট্রি বিষয়ক’ প্রশিক্ষণ

কে এস রহমান শফি, টাঙ্গাইল থেকে: ‘দূর অনুধাবন পদ্ধতি ও উপজেলা নির্দেশিকা ব্যবহার করে বিভিন্ন ফসলের আবাদকৃত জমির আয়তন নির্ধারণ’ কর্মসূচির আওতায় উপ সহকারী কৃষি কর্মকর্তাদের ‘সফটওয়্যার-এ ডাটা এন্ট্রি বিষয়ক’ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ  বৃহস্পতিবার সকালে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট আঞ্চলিক কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের পরিচালক (ফিল্ড সার্ভিস) মো. লিয়াকত হোসেন। বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টাঙ্গাইলের জেলা প্রশিক্ষণ অফিসার মো. দুলাল উদ্দিন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা উৎপল কুমার, টাঙ্গাইল মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের আঞ্চলিক গবেষনাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহবুব হোসেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহসেনা আক্তার, অংশগ্রহণকারীদের পক্ষে টাঙ্গাইল সদরের আল জহুরা তাজ ও দেলদুয়ারের ফারহান কবির। কর্মশালায় ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।