ডিএই বরিশাল অঞ্চলের মাসিক সভা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল) : বরিশালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) আঞ্চলিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) নগরীর খামারবাড়িতে ডিএইর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলম।

ডিএই পটুয়াখালীর জেলা প্রশিক্ষণ অফিসার মো. খায়রুল ইসলাম মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ হৃদয়েশ্বর দত্ত, ডিএই পটুয়াখালীর উপপরিচালক একেএম মহিউদ্দিন, বরগুনার উপপরিচালক মো. আব্দুর রশীদ, পিরোজপুরের উপপরিচালক ড. নজরুল ইসলাম সিকদার, বরিশালের উপপরিচালক মো.হারুন-অর-রশীদ, ঝালকাঠির উপপরিচালক মো. মনিরুল ইসলাম, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মো. নজরুল ইসলাম, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার রথীন্দ্রনাথ বিশ্বাস, ধান-গম-পাট উৎপাদন প্রকল্পের মনিটরিং অফিসার মো. তাজুল ইসলাম, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন  প্রমুখ।

সভায় বোরো ধানসহ অন্যান্য রবি ফসলের আবাদ বাড়াতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।