বিএডিসি প্রকৌশলীদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Category: সমসাময়িক Written by agrilife24

ইমরুল কায়েস মির্জা কিরণ, মধুপুর:বুনিয়াদী পশিক্ষণে অংশগ্রহণকারী বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সহকারী প্রকৌশলীদের মধ্যে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল ২০ অক্টোবর বুধবার অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের মধুপুরে অবস্থিত বিএডিসি ট্রেনিং ইনস্টিটিউটের মাঠে অনুষ্ঠিত এ খেলায় নীল দল, সাদা দলকে ৩-১ গোলে পরাজিত করে।

৪২ দিন ব্যাপী চলমান এক প্রশিক্ষণে মোট ৪০ জন সহকারী প্রকৌশলী অংশগ্রহণ করে যাদের প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধের ১১ মিনিটে সাদা দলকে ১-০ গোলে এগিয়ে নিয়ে যান মাদারীপুর জোনের সহকারী প্রকৌশলী নাসিম আহমেদ।
দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে নীল দলের খেলোয়াড় মির্জাপুর জোনের সহকারী প্রকৌশলী আশিক জামান তার নিয়ন্ত্রিত বলকে সাদা দলের জালে পৌছে দিয়ে খেলায় সমতা ফিরে আনে। এর প্রায় ৭ মিনিট পরে নীল দলের অধিনায়ক বিএডিসি'র জরীপ ও অনুসন্ধান বিভাগের সহকারী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম অসিম ভূইঞার গোলে ২-১ গোলে এগিয়ে যায় নীল দল।

 নীল দলের মুহুর্মুহু আক্রমণে সাদা দল তাদের খেলার ছন্দ হারিয়ে ফেলে। সেই সুযোগে নীল দলের আশিক জামান খেলার ৫১ মিনিটে তার দ্বিতীয় গোলের মাধ্যমে দলের জয়কে অনেকটাই নিশ্চিত করে ফেলে। এরপর দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণে খেলা নির্ধারিত সময়ে ৩-১ গোলে সমাপ্ত হয়।

কোর্স কো-অর্ডিনেটর মো. মোসলে উদ্দীন জুয়েল উক্ত খেলায় রেফারির দায়িত্ব পালন করেন।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মধ্যে মেডেল ও ট্রফি তুলে দেন বিএডিসি ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. শামীম দাদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএডিসি ট্রেনিং ইনস্টিটিউটের ভাইস-প্রিন্সিপাল নিপা মোনালিসা, কোর্স কো-অর্ডিনেটর মো. নুরুল আমিন এবং অন্যান্য প্রশিক্ষণার্থীবৃন্দ।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন নীল দলের খেলোয়াড় প্রকৌশলী আশিক জামান।