কানাইঘাটে শেখ রাসেল দিবস উদযাপন

Category: সমসাময়িক Written by agrilife24

এগ্রিলাইফ২৪ ডটকম:জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের  জন্ম বার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষে কানাইঘাটে নানা অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপিত হয়েছে। কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১৮ অক্টোবর) সকাল ৯টায় উপজেলা চত্ত্বরে রাখা শেখ রাসেলের প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, থানা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পনের মাধ্যমে দিবসের সূচনা করা হয়।

এরপর প্রশাসন চত্ত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তালের চারা রোপন, বিতরন করা হয় এবং সকাল ১১ ঘটিকার সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সমূহে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জী, কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন নাহার আশা, থানার অফিসার ইনচার্জ মো. তাজুল ইসলাম পিপিএম, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হায়দার আলী, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুশন নানকা, দক্ষিন বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, দীঘিরপার ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, বড়চতুল ইউপির চেয়ারম্যান মাও আবুল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ, সমাজ সেবা কর্মকর্তা মো. জিলানী,কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, উপ সহকারি কৃষি কর্মকর্তা মো:আবুল হারিছ, আলঙ্গীর হোসেন ও কবির আহমদ সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি, এনজিও কর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।