টাঙ্গাইলে স্থানীয় পর্যায়ে সেবা প্রদানকারী কৃষি কর্মকর্তাদের অংশগ্রহণে সেবা প্রক্রিয়া সহজিকরণ বিষয়ক প্রশিক্ষণ

Category: সমসাময়িক Written by agrilife24

টাঙ্গাইল প্রতিনিধি: স্থানীয় পর্যায়ে সেবা প্রদানকারী কৃষি কর্মকর্তাদের অংশগ্রহণে দিনব্যাপী ‘সেবা প্রক্রিয়া সহজিকরণ বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালা আজ বুধবার খামারবাড়ি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকেএইড এর সহায়তায় ডেমক্রেসিওয়াচ অনুষ্ঠানের আয়োজন করে।

উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. আহ্সানুল বাসার। বক্তৃতা করেন জেলা প্রশিক্ষণ অফিসার মো. আনোয়ার হোসেন, সদর উপজেলা কৃষি অফিসার মো. জিয়াউর রহমান,কৃষি সম্প্রসারণ অফিসার সাদিয়া ইয়াসমিন রিপা, ডেমক্রেসিওয়াচ-এর প্রকল্প সমন্বয়কারী মো. লুৎফর রহমান, মনিটরিং অফিসার জিয়া হায়দার, প্রজেক্ট অফিসার ফজলুল করিম প্রমুখ। কর্মশালায় উপ সহকারী কৃষি কর্মকর্তাসহ ২৫ জন কর্মকর্তা অংশ নিয়েছে।