টাঙ্গাইলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

Category: সমসাময়িক Written by agrilife24

কে এস রহমান শফি,টাঙ্গাইল: বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আতত্তায় ২০২১-২২ অর্থবছরের প্রণীত কর্মপরিকল্পনা জেলার সকল উপজেলায় বাস্তবায়ন কৌশল নির্ধারণ শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খামারবাড়ির সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক বশির আহম্মদ সরকার।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আহ্সানুল বাসারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান।

কর্মশালাটি সঞ্চালনা করেন, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মুহাম্মদ আরিফুর রহমান। কর্মশালায় সকল উপজেলা কৃষি কর্মকর্তা, বিএডিসি ও কৃষকরা অংশগ্রহণ করেন।